• Homepage
  • >
  • আন্তর্জাতিক
  • >
  • অভ্যুত্থানের শঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

অভ্যুত্থানের শঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে মিয়ানমারে সেনাবাহিনী সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তারা এ প্রতিশ্রুতি দেয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানানোর এক দিন পর এ বিবৃতি দিল তারা।

বিবৃতিতে মিয়ানমারে সেনাবাহিনী বলেছে, সংবিধানের বিলুপ্তি নিয়ে তাদের কমান্ডার ইন চিফের সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বাহিনীটি আইন অনুযায়ীই কাজ করবে। কিছু সংস্থা ও গণমাধ্যম তারা যা চায়, তাই ধরে নিয়েছে এবং লিখে চলেছে। উল্লেখ্য, দেশটিতে নভেম্বরের নির্বাচনের পর বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামীকাল সোমবার থেকে নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে।

গত বছর ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় জয় পেয়েছে। সেনাবাহিনী সমর্থিত দল ইউএসডিপি ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। দাবি মানা না হলে সেনাবাহিনী ফের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসতে পারে বলেও ইঙ্গিত দেয় তারা।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin