• Homepage
  • >
  • রাজধানী
  • >
  • আবহাওয়া অধিদপ্তরের সার্বিক দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা

আবহাওয়া অধিদপ্তরের সার্বিক দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা

ছবি: সংগৃহীত

রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা। শনিবার (১ জানুয়ারি) হোটেল ওয়েস্টিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রিমস) এর কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি, বিশেষ অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যথাক্রমে মো. আবু বকর ছিদ্দিক ও মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

সিনিয়র সচিব তার বক্তব্যে আবহাওয়ার পূর্বাভাস আরও যুগোপযোগী ও গ্রহণযোগ্য করার জন্য প্রযুক্তির উন্নয়ন ও এর সুষ্ঠু ব্যবহার এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। কর্মশালায় বিএমডি’র আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভুইয়া বিএমডি’র সার্বিক দক্ষতা ও উন্নয়ন কর্মকাণ্ড এবং আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বিএমডি’র আবহাওয়া পূর্বাভাস ও সতর্ক বার্তা প্রদান পদ্ধতির কারিগরি প্রযুক্তি ও আধুনিক সুবিধাদি বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এছাড়া, রিমস-এর কান্ট্রি প্রোগ্রাম লিডার জনাব রায়হানুল হক খান বিএমডি’র সঙ্গে রিমস-এর কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন। কর্মশালায় বিএমডি’র বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ থেকে উত্তরণসহ বিএমডিকে আরও যুগোপযোগী ও আধুনিক করার জন্য বিভিন্ন প্রস্তাব ও সুপারিশমালা তুলে ধরা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের আন্তরিক সহযোগিতায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রমসমুহ আরও গতিশীল হবে বলে সিনিয়র সচিব আশাবাদ ব্যক্ত করেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin