• Homepage
  • >
  • বাংলাদেশ
  • >
  • ব্যাংকিং চ্যানেলে অর্থপাচার, সরকার চাইলে প্রতিরোধ করা যেতো

ব্যাংকিং চ্যানেলে অর্থপাচার, সরকার চাইলে প্রতিরোধ করা যেতো

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক এক বছরে বৈদেশিক বাণিজ্যে অর্থ পাচারের যে হিসাব দিয়েছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তবে সরকার চাইলে এই পাচার প্রতিরোধ করতে পারত বলে বিশ্লেষকেরা মনে করছেন।

কারণ এই এই অর্থ আমদানি রপ্তানির আড়ালে ব্যাংকিং চ্যানেলেই পাচার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার জানিয়েছে গত অর্থ বছরে(২০২১-২২) শতকরা ২০ থেকে ২০০ ভাগ অতিরিক্ত আমদানি মূল্য দেখিয়ে অর্থ পাচারের ঘটনা তারা শনাক্ত করেছেন। এই ধরনের সন্দেহজনক লেনদেনের সংখ্যা গত অর্থ বছরে আট হাজার ৫৭১টি। এই লেনদেনের সংখ্যা  তার আগের অর্থ বছরের চেয়ে ৬২.৩৩ শতাংশ বেশি। তখন এমন লেনদেন হয়েছে পাঁচ হাজার ২০৮টি।

বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাস জানিয়েছেন, তারা আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রতিবেদন পাঠিয়েছেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin