রাজধানীর বিভিন্ন স্থানে আগুন

ছবি: সংগৃহীত

খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম। শুক্রবার দিবাগত (১ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার এরশাদ হোসেন। 

তিনি ইত্তেফাক অনলাইনকে জানান, রাজধানীর মাতুয়াইল, তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে ফানুস থেকে আগ্নিকান্ডের সংবাদ পাওয়া গেছে। প্রত্যেকটি ঘটনাস্থলে আমাদের ইউনিট পাঠানো হয়েছে। আগুন লাগার স্থানগুলো তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকা সম্পন্ন করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাতুয়াইল কবরস্থানের পাশে একটি আবাসিক ভবনে প্রথম তারা আগ্নিকান্ডের খবর পান। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin