আফগান যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করলেন মার্কিন শীর্ষ জেনারেল

জেনারেল মার্ক মিলে। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে পরাজয়ের কথা অবশেষে স্বীকার করলো যুক্তরাষ্ট্র। গত বুধবার প্রতিনিধি পরিষদের আর্মস সার্ভিসেস কমিটির শুনানিতে হাজির হয়ে শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলে বলেছেন, এই যুদ্ধ ছিল পেন্টাগণের কৌশলগত ব্যর্থতা। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএফপি।

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, ‘এটা পরিষ্কার এবং আমাদের সবার কাছে স্পষ্ট যে, আফগান যুদ্ধ আমরা যে শর্তে শেষ করতে চেয়েছিলাম, তা হয়নি। বিশেষ করে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর। তবে এ পরাজয় ২০ দিন বা ২০ মাসের নয়, এটা ধারাবাহিক কৌশলগত সিদ্ধান্তের একটি সংমিশ্রণের প্রভাব।’

এ সময় যুক্তরাষ্ট্রের পরাজয়ের জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করেন তিনি। বলেন, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর পরই তোরা বোরাতে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরতে বা হত্যার একটি সুযোগ ছিল। কিন্তু সে সময় তা ফসকে যায়।

এছাড়া ২০০৩ সালে ইরাক আক্রমণের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছেন জেনারেল মার্ক মিলে। সে সময় আফগানিস্তান থেকে মার্কিন সৈনাদের সরিয়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে, পাকিস্তানে তালেবান ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে। যেটি কার্যকরভাবে ঠেকানো সম্ভব হয়নি।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin