• Homepage
  • >
  • রাজধানী
  • >
  • ইউএস-বাংলা নতুন বছরে ৪ গন্তব্যে ফ্লাইট চালু করবে

ইউএস-বাংলা নতুন বছরে ৪ গন্তব্যে ফ্লাইট চালু করবে

নতুন বছরে ৪ গন্তব্যে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা। ছবি: সংগৃহীত
নতুন বছরে ৪ গন্তব্যে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা। ছবি: সংগৃহীত

আগামী বছরের শুরুতে তিন দেশের চারটি নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ। রবিবার রাতে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০২১ সালের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা। এছাড়াও শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালু করা হবে।

তিনি আরও বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন দুটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও দুটি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ বহরে আনা হবে। মোট নতুন চারটি উড়োজাহাজ বহরে যোগ হবে। বাংলাদেশ অ্যাভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখা ও বিকাশের লক্ষ্যে অ্যারানিটক্যাল চার্জ, ফুয়েলের দাম কমানো প্রয়োজন। সরকার যদি আন্তরিক ভাবে এগিয়ে আসে, তাহলে এ শিল্পের বিকাশ হবে।

ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স যে ক্ষতির মুখে পড়েছে, তা কাটিয়ে উঠতে আরও দুই বছর লাগবে। এক প্রশ্নের জবাবে শিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সকল স্বাস্থ্য বিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে। জুনে ফ্লাইট শুরুর পর অভ্যন্তরীণ রুটে যাত্রী বেড়েছে। পর্যটকরা দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে বেড়াতে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিরেক্টর ক্যাপ্টেন মাসুদ, ডিরেক্টর (অপারেশন) ড. মোহাম্মদ মাসুদ ও মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রমুখ।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin