• Homepage
  • >
  • প্রবাস
  • >
  • ইতালিতে প্রবেশকালে মৃত্যু ৭ বাংলাদেশীর মরদেহ দেশে পাঠাতে দূতাবাসের পদক্ষেপ

ইতালিতে প্রবেশকালে মৃত্যু ৭ বাংলাদেশীর মরদেহ দেশে পাঠাতে দূতাবাসের পদক্ষেপ

ছবি: সংগৃহীত

৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে দূতাবাসের পদক্ষেপ গ্রহণ লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে সাগরে প্রচণ্ড ঠান্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু। তাদের মরদেহ দেশে পাঠাতে প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি নাগরিকের ভূমধ্যসাগরে সাগরে ঠান্ডায় মর্মান্তিক মৃত্যুর বিষয়ে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় কার্যক্রম অব্যাহত রেখেছে। সাগর পথে উওর আফ্রিকা থেকে ইতালি প্রবেশের সময় গত ৮ বছরে ২২ হাজার ৬ শত মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এর নির্দেশে দূতাবাসের শ্রম কনসাল এরফানুল হকের নেতৃত্বে ও দূতাবাসের একজন ইতালী-ভাষী কর্মচারীসহ দুই সদস্য বিশিষ্ট একটি দল দুর্ঘটনার পরদিনই (২৬ জানুয়ারি ২০২২) লাম্পেডুসা দ্বীপে পৌঁছায়। পরবর্তীতে শুক্রবার (২৮ জানুয়ারি) ভূমধ্যসাগরের কোস্টগার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসের প্রতিনিধিদল সাক্ষাত করেন। সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় অবস্থিত মর্গে বাংলাদেশিদের মরদেহ রাখা হয়েছে। মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানায় দূতাবাস।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin