• Homepage
  • >
  • মিডিয়া
  • >
  • এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য এ অভিনেতার মরদেহ সূত্রাপুর কমিউনিটি সেন্টারে নেওয়া হয়েছে। তারপর সেখান থেকে সূত্রাপুর বাজার জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে তাকে। এমনটাই জানিয়েছেন তার ভাই হাজী সোলায়মান জামান রতন।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিলো। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গেলো বছরের ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin