এবার বিমানের বিশেষ ফ্লাইটে যুক্ত হচ্ছে চীন

ছবি: সংগৃহীত

লকডাউনের মধ্যে ৫ দেশে প্রবাসী কর্মীদের পৌঁছে দিতে ফ্লাইট চালু করেছে সরকার। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে চীন। দেশটির দুটি এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশের এয়ারলাইন্সগুলো চীনে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য ফ্লাইট চালাতে অনুমতি দেওয়া হয় ১২টি এয়ারলাইন্সকে। এই ১২ এয়ারলাইন্সের মাধ্যমে এই পাঁচ দেশে ট্রানজিট হয়ে যাওয়া যাবে অন্য দেশেও। চীনে ট্রানজিট হয়েও অন্যান্য দেশে যেতে পারবেন প্রবাসীরা।

তবে ট্রানজিট হয়ে দেশে আসতে পারবেন না কেউ। এমন নির্দেশনা জারি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin