এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

চীনা প্রেসিডেন্ট শি। ছবি: সংগৃহীত
চীনা প্রেসিডেন্ট শি। ছবি: সংগৃহীত

এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বার্তা দিল চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও মার্কিন সরকার তার আরেকজন কর্মকর্তাকে তাইওয়ান সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ‘আগুন নিয়ে খেলা শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার হংকংয়ে জতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় কমপক্ষে ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাদিকার কর্মীকে গ্রেফতারের বিষয়ে চীনের ওপর ক্ষেপে যায় যুক্তরাষ্ট্র। এনিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রতিশোধের হুমকি দেয়।

বৃহস্পতিবার পম্পেও বলেন, ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাদিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় যারা জড়িত তাদের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

সেইসঙ্গে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফ্ট আগামী সপ্তাহে দু’দিনের সফরে চীনের স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ান সফরে যাবেন বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়।

এনিয়ে বেজায় চটে চীন। জাতিসংঘে চীনা মিশন ক্র্যাফ্টের এই সফরের প্রতিক্রিয়ায় সতর্ক করে দিয়ে বলেছে, যারা আগুন নিয়ে খেলা করছে তারা নিজেরাই এই আগুনে পুড়ে মরবে।

চীনা মিশন এক বিবৃতিতে বলেছে, এই ভুল পদক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। এসব আচরণ বন্ধ না করলে তা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin