• Homepage
  • >
  • শিক্ষাঙ্গন
  • >
  • এসএসসির প্রথম দিনে ভোগান্তিতে পড়তে পারেন পরীক্ষার্থীরা

এসএসসির প্রথম দিনে ভোগান্তিতে পড়তে পারেন পরীক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

আগামীকাল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু পরীক্ষার প্রথম দিন বিরূপ আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়তে পারেন পরীক্ষার্থীরা। আবহাওয়া অফিস জানিয়েছে-দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আরও একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গেছে। তবে এর প্রভাবে সারাদেশে আরও একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। 

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin