• Homepage
  • >
  • খেলা
  • >
  • কমলাপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ

কমলাপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ

ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে প্রচুর ব্যস্ততা আজ। একদিকে হকির লড়াইয়ে পাকিস্তান-ভারত আর ঠিক তার ৩০ মিনিট আগে কমলাপুর স্টেডিয়ামে নারী সাফের অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। গত পরশু হকি মাঠে ভারত-বাংলাদেশ লড়াইয়ে নেমেছিল। আজ খেলাময় দিন কাটবে খেলাপ্রিয় মানুষের জন্য। 

অনূর্ধ্ব-১৯ সাফ নারী ফুটবলে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৬-০ গোলে। আর ভারত তাদের প্রথম ম্যাচে ৫-০ গোলে শ্রীলঙ্কাকে, দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে ভুটানকে হারিয়েছে। আজ বাংলাদেশকে জিততে হবে। না জিতলে পিছিয়ে যাবে। কারণ সাফের পাঁচ দলের লড়াইয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল ফাইনালে খেলবে। ভারত আজ জিতে গেলে টানা তিন জয়ে ফাইনালের দোরগোড়ায় পৌঁছে যাবে। 

বাংলাদেশের সামনে আজকের ম্যাচ অনেকটাই ফাইনালের মতো। ভারতের বিপক্ষে সব সময় যে কোনো ম্যাচই ফাইনালের উত্তাপ পায় মাঠে। সেটা কোচ গোলাম রাব্বানী ছোটনের কাছে বড় বিষয় নয়। তার চোখে গুরুত্বপূর্ণ ম্যাচের কদর সব সময় থাকে। সেটাই আছে আজকের ম্যাচে। 

বয়সভিত্তিক ফুটবলে চোখ রাখলে দেখা যায়, নেপালে অনূর্ধ্ব-১৪ সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, গ্রুপ পর্বে ভারত ১-১ ড্র করেছিল। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৪ তাজিকিস্তানের এএফসির খেলায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এখানে গ্রুপ পর্বে ৩-০ গোলে ভারত হেরে যায়। ফাইনালে ভারতকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। ২০১৭ সালে ঢাকায় প্রথম অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে ভারতকে হারায় এবং ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এখানে ভারতের সঙ্গে দেখা হয়নি বাংলাদেশের। আজ আবার ভারতের সঙ্গে বাংলার নারী ফুটবলারদের দেখা হবে প্রায় চার বছর পর। গতকাল সকালে অনুশীলন করেছে নারী ফুটবল দল। কোচ গোলাম রাব্বানী ছোটন বললেন, ‘ভারতকে দেখেছি। আমাদের দলে কয়েক জন ফুটবলার রয়েছে, যারা ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে।’

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin