করোনাকে চীনা ভাইরাস বলায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ ভাইরাসকে চীনা বলে অভিহিত করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে একটি চীনা-আমেরিকান নাগরিক অধিকার গ্রুপ। গত বৃহস্পতিবার (২০ মে) নিউ ইয়র্কের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির নাম চাইনিজ আমেরিকান সিভিল রাইটস কোয়ালিশন (সিএসিআরসি)। তাদের অভিযোগ ট্রাম্পের সেই বাক্যাংশ এবং অন্যান্য অনুরূপ বর্ণবাদী অপবাদ ভিত্তিহীন। কারণ করোনা ভাইরাসের উৎস এখনও নির্ধারিত হয়নি।

মামলার বিবরণে বলা হয়েছে, ট্রাম্পের উগ্র ও জঘন্য আচরণের কারণে চীনা-আমেরিকানরা মহামারীর পুরো সময় জুড়েই মানসিক যন্ত্রণায় ভূগেছে। এমনকি তাদের সাথে সহিংসতার ঘটনাও ঘটেছে। নিজের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থের জন্য ইচ্ছাকৃতভাবে সেই অপমানজনক কথাগুলো বারবার বলেছেন ট্রাম্প।

মামলায় ক্ষতিপূরণের দাবি করেছে সংস্থাটি। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব এশিয়ান-আমেরিকান এবং প্যাসিফিক দ্বীপবাসীকে এক ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে। সত্যি সত্যিই ক্ষতিপূরণ পাওয়া গেলে এর পরিমাণ দাঁড়াবে ২২৯ মিলিয়নে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin