করোনায় প্রাণ হারানো ৪ লাখ মার্কিনিকে বাইডেনের শ্রদ্ধা

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

করোনার অপূরণীয় ক্ষতিকে কাটিয়ে আবারও সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়াল করোনায় মারা যাওয়া চার লাখ মানুষের স্মরণসভায় অংশ নেওয়ার একটি ছবি টুইট করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ওই টুইট বার্তায় তিনি লেখেন, আজ রাতে ওয়াশিংটন ডিসিতে আমি এবং পুরো দেশ একত্রিত হয়েছি করোনায় প্রাণ হারানো চার লাখ মার্কিনিকে শ্রদ্ধা জানাতে। গত বছরটি অভাবনীয় উপায়ে আমাদের পরীক্ষা নিয়েছে। কিন্তু আর নয়। এখন সময় সবাই মিলে সব শোক কাটিয়ে নতুন করে পথচলার।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে ওয়াশিংটন ডিসিতে এসেছেন জো বাইডেন। তিনি সেখানে লিঙ্কন মেমোরিয়ালে যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া চার লাখ মানুষের স্মরণসভায় অংশ নেন।এদিকে আজ অনুষ্ঠিত হতে যাওয়া শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার ন্যাশনাল গার্ড সেনা। সেনাবেষ্টনির মধ্যেই শপথ নেবেন বাইডেন ও কমলা হ্যারিস।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin