করোনা যুদ্ধে ভারত বিশ্বনেতা: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ফের ভারতের ভূয়সী প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের করোনা ভ্যাকসিন প্রদানের পদক্ষেপের জন্য তিনি এই প্রশংসা করেন।

ইতিমধ্যে বিশ্বের বহু দেশে করোনা টিকা রফতানি করেছে ভারত। এর আগে ‘ভ্যাকসিন মৈত্রী’র মাধ্যমে প্রতিবেশী দেশগুলিতে বিনামূল্যে করোনা টিকা পাঠিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এমন পদক্ষেপেরই ঢালাও প্রশংসা করে জাতিসংঘ।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি টুইটে জানান, শান্তিরক্ষীদের করোনা টিকা পাঠানোর জন্য জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ১৭ ফেব্রুয়ারি ভারতের প্রতি তার ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টুইটে তিরুমূর্তি লিখেন, গুতেরেস ১৭ ফেব্রুয়ারির চিঠিতে ভারতকে বিশ্বের করোনা যুদ্ধে বিশ্বনেতার তকমা দিয়েছেন। গুতেরেসে চিঠিতে জানিয়েছেন, ভারত করোনা যুদ্ধে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ওষুধ, ভেন্টিলেটর, কিটসহ একাধিক সামগ্রী রফতানি করেছে। কোভ্যাক্স চুক্তিবদ্ধ দেশেও করোনা যুদ্ধের সামগ্রী রফতানি করেছে। এরমধ্যে বুধবারই জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য দুই লাখ করোনা টিকা পাঠিয়েছে ভারত।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin