কর্মচারীদের বিনামূল্যে খাবার দেয় গুগল

ছবি: সংগৃহীত

কর্মচারীদের কাছে আকর্ষণীয় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুগল। এটি এমন এক কোম্পানি যার ভেতর রয়েছে কর্মচারীদের জন্য প্রচুর খাবারের কাউন্টার এবং ঘুমানোর ব্যবস্থা।

গুগল হচ্ছে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে। গুগল কার্যালয়ে সবসময়েই সবার খাবার জন্য কিছু না কিছু রয়েছে। কর্মীরা সেখানে বিনামূল্যে খাবারের প্রতিটি আইটেম খেতে পারেন। এ ছাড়া রয়েছে বিনামূল্যে কফি ও জুস বার।

ফোবর্সের তথ্য অনুযায়ী, গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন প্রথম দিকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, গুগলের অফিস কখনোই খাবার প্রাপ্তির স্থান থেকে ৬০ মিটারের বেশি দূরত্বে হবে না।গুগলের প্রধান সেবা গুগল সার্চে প্রতি সেকেন্ডে গড়ে ৬৩ হাজার বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করা হয়। যা প্রতিদিনের হিসেবে ৫ দশমিক ৬ বিলিয়ন এবং বছরে ২ ট্রিলিয়ন বিভিন্ন বিষয় নিয়ে গুগলে খোঁজা হয়।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin