কাবা শরীফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ

পবিত্র ক্বাবা শরীফ। ছবি: সংগৃহীত
পবিত্র ক্বাবা শরীফ। ছবি: সংগৃহীত

মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কাবা শরীফ) নারী হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়ার জন্য বিভিন্ন বিভাগে প্রায় দেড় হাজার নারী নিয়োগ দিয়েছে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

জানা যায়, এদের মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় মোট ৬০০ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। বাকী নারী কর্মীদের অন্যান্য বিভাগ যেমন ইলেকট্রিক যানবাহন, জমজমের পানি ইউনিট, গাইডেন্স ও প্রশাসনিক বিষয়ক, জনসংযোগ, মিডিয়া ও যোগাযোগ এবং অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।

এ বিষয়ে নারী উন্নয়ন বিষয়ক উপ-রাষ্ট্রপতি ড. আল-আনউদ বিনতে খালেদ আল-আবউদ বলেন, এই পদক্ষেপটি সৌদি বাদশাহ সালমানের ভিশন-২০২২ উদ্যোগের একটি অংশ। এর লক্ষ্য হলো- মক্কা ও মদিনার মসজিদ দুটিতে প্রদত্ত সেবার মান আরো বাড়ানো।

তিনি বলেন, এটি সৌদি নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন ও যুবরাজ বইন সালমানের ভিশন-২০৩০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্র্যান্ড মসজিদে আগত নারী হজ ও ওমরাহ পালনকারীদের সর্বোত্তম সম্ভাব্য পরিষেবা নিশ্চিত করার পরিকল্পনারও একটি অংশ।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin