কাবুলে হামলা: নিহতদের মধ্যে মার্কিন সেনা ১৩

ছবি: সংগৃহীত

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মোট নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০ এ। এর মধ্যে আছেন ১৩ মার্কিন সেনা। হামিদ কারজাই বিমানবন্দরের গেটের বিস্ফোরণে তারা প্রাণ হারান। শুক্রবার (২৭ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নিহত সেনাদের নায়ক হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটারে তিনি লিখেছেন, আমেরিকান সার্ভিসের সদস্য যারা তাদের জীবন দিয়েছে তারা হিরো। যারা অন্যদের জীবন বাঁচানোর জন্য একটি বিপজ্জনক, নিঃস্বার্থ মিশনে নিযুক্ত হয়েছে তারা নায়কই। তাদের পরিবারের প্রতি আমাদের একটি অব্যাহত বাধ্যবাধকতা রয়েছে – একটি পবিত্র বাধ্যবাধকতা যা চিরকাল থাকবে।

এদিকে এই ঘটনায় তালেবানের কমপক্ষে ২৮ জন সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির এক কর্মকর্তার বরাতে আজ শুক্রবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন আফগানরা। আফগানদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার কাজ করছিলো ডেনমার্কসহ কয়েকটি দেশ। এর মধ্যেই বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় পাঁচশ মানুষ ছিলেন। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই পাশের ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin