কাবুল বিমানবন্দর থেকে ২ হাজার লোক সরিয়ে নিয়েছে জার্মানি

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবান কর্তৃক কাবুল দখল করার পর এখন পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে জার্মান সামরিক বাহিনী। আজ শনিবার (২১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্র্যাম্প-কারেনবাউয়ার। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আনেগ্রেট ক্র্যাম্প-কারেনবাউয়ার বলেছেন, দুটি হেলিকপ্টার রাতারাতি কাবুলে পাঠানো হয়েছে। এগুলো শহরটি থেকে মানুষদের সরিয়ে আনার জন্য প্রস্তুত, যা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করানো হবে।

জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল এবেরহার্ড জর্ন বলেন, জার্মান বিমান বাহিনী কাবুল বিমানবন্দরে প্রয়োজনীয় শিশুর খাবার এবং স্বাস্থ্যসম্মত জিনিসপত্র নিয়ে যাবে।

ন্যাটো কর্মকর্তাদের তথ্যমতে, রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ কাবুল বিমানবন্দর দিয়ে আফগানিস্তান ত্যাগ করেছেন। এখনো কয়েক হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করছেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin