কারিনার সেবায় সাইফের সিদ্ধান্ত

সাইফ আলি খান ও করিনা কাপুর খান। ছবি: সংগৃহীত
সাইফ আলি খান ও করিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

পরিচালক ওম রাউতের সিনেমা আদিপুরুষ-এ লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সাইফ আলি খানকে। গত ৩-৪ মাস ধরে ওই ছবির জন্য নিজেকে তৈরি করছেন সাইফ। আদিপুরুষ-এর জন্য নিজেকে তৈরি করলেও পিতৃত্বকালীন ছুটি কাটানোর পরই শুটিং শুরু করবেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, স্ত্রী কারিনা কাপুর দ্বিতীয়বার মা হওয়ার পর সাইফের পিতৃত্বকালীন ছুটি শেষ হবে। এরপর শুটিং শুরু করবেন এই অভিনেতা। এর মধ্যে শুটিং না করার সিদ্ধান্ত সাফ জানিয়ে দিয়েছেন সাইফ।

কারিনার সেবায় সাইফের সিদ্ধান্ত

আদিপুরুষ সিনেমায় লঙ্কেশ দয়ালু মানুষ ছিলেন। সেই ছবি এবার প্রকাশ্যে আনা হতে পারে বলে মন্তব্য করেন সাইফ। অভিনেতার এমন কথায় বিতর্ক শুরু হয়। সাইফ কেন রাবণকে নিয়ে এই ধরনের মন্তব্য করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকী সাইফ যেন নিজের ধর্ম নিয়ে থাকেন। হিন্দুদের ধর্ম নিয়ে আলটপকা মন্তব্য করার কোনও যুক্তি নেই বলে স্পষ্ট করেন মুকেশ খান্না।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin