খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১ 

ছবি: সংগৃহীত

ইউক্রেনের খারকিভে রাশিয়ার বাহিনীর রকেট হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জন সাধারণ নাগরিকের। এই নিয়ে রাশিয়ার হামলায় শতাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হল। এছাড়াও কয়েকডজন আহত হয়েছে বলে জানিয়েছেন খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রুশ আগ্রাসনের পঞ্চম দিনে, বেলারুশের গোমেল শহরে মুখোমুখি আলোচনায় বসে বিবদমান দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। আলোচনা যখন চলছে, ঠিক তখনই খবর পাওয়া যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

ক্রেমলিনের পাঠানো প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি গোমেলের বৈঠক শেষে বলেছেন, ‘‘আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছি।’’ সূত্রের খবর, পরবর্তী বৈঠক বসতে পারে পোল্যান্ড-বেলারুশ সীমান্তের কোনও শহরে। বৈঠকে নিঃশর্তে ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কিভের প্রতিনিধি।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin