• Homepage
  • >
  • সারাদেশ
  • >
  • খুলনায় র‌্যাবের অভিযানে এক নারীসহ চোরচক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

খুলনায় র‌্যাবের অভিযানে এক নারীসহ চোরচক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

র‌্যাব-৬ এর হাতে গ্রেপ্তার চোর দলের সদস্যরা। ছবি: প্রেস রিলিজ।

খুলনা অফিস: খুলনায় র‌্যাবের অভিযানে এক নারীসহ চোর দলের তিন সদস্যকে গ্রেপ্তার হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, খুলনার (স্পেশাল কোম্পানি) একটি বিশেষ দল গত ১৪ অক্টোবর খুলনার লবণচরা থানাধীন খানজাহান আলী (রুপসা) সেতুর পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৬ এর এক সংবিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কতিপয় চোরচক্রের সদস্য গরু চুরি করে একটি পিকআপযোগে খুলনা শহরের দিক হতে খানজাহান আলী (রুপসা) সেতুর দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশে খুলনা জেলার লবণচরা থানাধীন খানজাহান আলী (রুপসা) সেতু এর পশ্চিম পাশে শান্তা ফার্নিচার ও ডোর সেন্টার দোকানের সামনে গত ১৪/ অক্টোবর রাতে অভিযান পরিচালনা করে গরু বোঝাই একটি পিকআপসহ র‌্যাব সদস্যরা আসামী রোকসানা বেগম (৩০), মোঃ রেজাউল সরদার (৩৮) এবং মোঃ আব্দুর রাজ্জাক হাওলদারকে আটক করে এবং তাদের সঙ্গীয় মোঃ উজ্জল কাজী (৩৪) ও ইমরান শেখ (৩১) এবং অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের দখল হতে চোরাইকৃত ০২টি গরু, ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন এবং ৭টি সিমকার্ড উদ্ধার করা হয়।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin