বাংলাদেশে খুলনায় একদিনে ৩৮ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল -ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় খুলনায় ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৭ হাজার ৭১৯ জন।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, ৩১ মার্চে খুমেকের পিসিআর ল্যাবে মোট ৩৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৬ টি। নমুনা পরীক্ষার পর ৪৯ টি পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে খুলনার ৩৮টি, বাগেরহাটের ৭টি ও সাতক্ষীরা, নড়াইল এবং গোপালগঞ্জের ১টি করে নমুনায় করোনা শনাক্ত হয়।

খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘চলতি মাসে আজই খুমেকে ল্যাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে।’

এদিকে খুলনা মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে আঃ জলিল (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ী খুলনা সদর থানাধীন বি, কে, মেইন রোড এলাকায়। তার বাবার নাম আঃ গফুর।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান জানান, আঃ জলিল গত ২৮ মার্চে করোনাক্রান্ত অবস্থায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। আজ বিকেল ৪টায় তার মৃত্যু হয়েছে।

খুলনা সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা গেছে, ৩১ মার্চ দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৭ হাজার ৬৮১ জন। আজ সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলা মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৭ হাজার ৭১৯ জন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin