খুলনায় ১০০ টাকায় ‘রূপসা নদীর বাঁকে’

ছবি: সংগৃহীত

‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্র খুলনা অঞ্চলের ভাগ্যতাড়িত একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে। যাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা হত্যা করে। ছবিটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল।

২ ঘন্টা ১৭ মিনিটের ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি আগামী ২৫ ও ২৬ মার্চ খুলনা শহরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে (বাংলাদেশ ব্যাংকের পাশে) প্রদর্শনী হবে। এই দুইদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টা ছবিটি প্রদর্শনী হবে। প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০০ টাকা (একশত টাকা)।

ছবিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

গোয়া চলচ্চিত্র উৎসবের পর কেরালার চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’। কেরালার চলচ্চিত্র উৎসবে (২০ থেকে ২৬ মার্চ এর মধ্যে) ছবিটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin