• Homepage
  • >
  • প্রযুক্তি
  • >
  • জেনে নিন ডিডিআর২ ও ডিডিআর৩ র‌্যামের মধ্যে পার্থক্য

জেনে নিন ডিডিআর২ ও ডিডিআর৩ র‌্যামের মধ্যে পার্থক্য

ছবি: সংগৃহীত

RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory. যাকে সংক্ষেপে র‍্যাম(RAM) বলে। একটি ডিভাইসের সমস্ত তথ্য র‌্যাম অস্থায়ীভাবে সংরক্ষণ করে। কম্পিউটারে বিভিন্ন ধরণের র‌্যাম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ডিডিআর, ডিডিআর২ ও ডিডিআর৩ র‌্যামের মধ্যে পার্থক্য-

১. ডিডিআর র‌্যাম মানে হচ্ছে Double Data Rate Random Access Memory। ১০০ মেগাহার্টজের একটি ডিডিআর র‌্যাম যদি প্রতি সাইকেলে ২টি ডাটা ট্রান্সফার করে তাহলে ডিডিআর২ র‌্যাম করবে ৪টি আর ডিডিআর৩ করবে ৮টি!

ধরা যাক, ১০০ মেগাহার্টজের একটি র‌্যাম ইউজ হলে তার মেমরি ব্যান্ডউইথ হবে ১৬০০মেগাবাইট/সেকেন্ড ডিডিআর২ হলে তার হবে ৩২০০মেগাবাইট/সেকেন্ড আর ডিডিআর৩ হবে ৬৪,০০০ মেগাবাইট/সেকেন্ড!

২. সাধারণ ব্যবহারে এই পার্থক্য বোঝা যায় না কারণ ৯৯ শতাংশ কম্পিউটার প্রোগ্রামের জন্য এত বিপুল পরিমাণ মেমরি ব্যান্ডউইথ দরকারই হয় না। ভারি প্রোগ্রাম ও ভিডিও গেমস চালানোর সময় পার্থক্যটা বোঝা যায়।

৩. র‌্যামের ক্লক স্পিড যদি বেশি হয় তাহলে সেটি পারফর্ম করবে ভাল। ডিডিআর৩ র‌্যাম তাই ডিডিআর২ র‌্যামের চেয়ে ভাল এক্সপেরিয়েন্স দেয়।

৪. ডিডিআর৩ র‌্যাম অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট!

৫. ডিডিআর২ থেকে ডিডিআর৩ র‌্যামে অনেক কম latency কাজ করে, এতে করে ডিডিআর৩ তুলনামূলক তাড়াতাড়ি রেসপন্স করে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin