• Homepage
  • >
  • আন্তর্জাতিক
  • >
  • তিউনিসিয়া থেকে এসেছিলেন সেই হামলাকারী: ফ্রান্সের গির্জায় হামলা

তিউনিসিয়া থেকে এসেছিলেন সেই হামলাকারী: ফ্রান্সের গির্জায় হামলা

ফ্রান্সের নিস শহরের নটরডেম গির্জা। ছবি: সংগৃহীত
ফ্রান্সের নিস শহরের নটরডেম গির্জা। ছবি: সংগৃহীত

ফ্রান্সের নিস শহরের নটরডেম গির্জায় হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হামলাকারী কয়েকদিন আগে তিউনিসিয়া থেকে ফ্রান্সে এসেছিলেন বলে জানা গেছে।

এদিকে হামলার পর পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন অভিযুক্ত ২১ বছর বয়সী সেই হামলাকারী। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারী ওই যুবককে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ফ্রান্স পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে হামলাকারীর কাছ থেকে ইতালির রেড ক্রসের কাগজ উদ্ধার করা হয়েছে । গত মাসে এক অভিবাসীবাহী নৌকায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আসার পরে ওই কাগজটি তাকে দেয়া হয়েছিল বলে জানা গেছে।

গির্জায় হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে এটি একটি “ইসলামপন্থী সন্ত্রাসী হামলা”।

ম্যাক্রোঁ আরো জানিয়েছেন যে , ফ্রান্সে গির্জা এবং স্কুলের মতো জনসমাগম স্থানগুলোতে সুরক্ষার জন্য সৈন্য সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে সাত হাজার হবে।

গত ১৬ অক্টোবরও ফ্রান্সের রাজধানী প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin