• Homepage
  • >
  • সব খবর
  • >
  • ত্যাগী অনেক নেতা-কর্মী বাদ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ

ত্যাগী অনেক নেতা-কর্মী বাদ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্র বিএনপির সুবর্ণজয়ন্তীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ছবি: নবযুগের সৌজন্যে

জার্নাল রিপোর্ট : আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আংশিক কমিটি ঘোষণার দুদিন পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে বিএনপি।

এর আগে গত সোমবার নিউইয়র্কে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির পক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব এম এ সালাম যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুরকে আহ্বায়ক, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সদস্য সচিব এবং বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজকে যুগ্ম সদস্য সচিব করে ৫০১ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন।

কমিটির প্রধান সমন্বয়ক এবং সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন খোকন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনিন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস আহমেদকে কেন্দ্রীয় কমিটিরও সদস্য করা হয়েছে। এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব ছাড়া এদিন আর কারো নাম ঘোষণা না করে এম এ সালাম জানান, পূর্ণাঙ্গ কমিটি পরে সাংবাদিকদের জানানো হবে। বুধবার এক ইমেইল বার্তায় সাংবাদিকদের কাছে পূর্ণাঙ্গ তালিকা পাঠানো হয়। ১৩ পৃষ্ঠার এই তালিকায় স্বাক্ষর করেছেন এম এ সালাম।

তবে এই তালিকায় যুক্তরাষ্ট্র বিএনপির সক্রিয় ও ত্যাগী অনেকের নাম নেই বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, সুবর্ণজয়ন্তী উদযাপনের নামে ১৬ দিন পর কথিত একটি কমিটি দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বের সংকটকে আরো উস্কে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে।

পূরো তালিকা –

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin