দুই বিদেশি নাগরিক ভৈরবে গ্রেফতার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল শুক্রবার সকালে ভৈরবের দুর্জয় মোড় এলাকা থেকে দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করে। তারা সন্দেহজনকভাবে সেখানে ঘোরাঘুরির সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ডাইরাস নিউমা স্লাইডার (২৬) এবং সুনকানমি অকসুরসেমিলুসি (২৮)। প্রথমজন লাইবেরিয়া ও দ্বিতীয়জন নাইজেরিয়ার নাগরিক বলে দাবি করেন। তারা বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, এ ব্যাপারে উভয়ের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin