• Homepage
  • >
  • আন্তর্জাতিক
  • >
  • দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রকে দুষল চীন

দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রকে দুষল চীন

ছবি: সংগৃহীত

দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে চীন। শুক্রবার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে চীনের শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে বলেন, গত কয়েক দশকে দুই দেশের মধ্যে সবচেয়ে নিম্নমানের সম্পর্ক বিরাজ করছে। খবর সিএনএনের

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পররাষ্ট্র নীতিবিষয়ক শীর্ষ সহযোগী ইয়াং জিয়েসি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তাদের সাম্প্রতিক ভুল সংশোধন করা। বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করা উচিত ওয়াশিংটনের উল্লেখ করে ইয়াং জিয়েসি বলেন, দুই দেশের মধ্যে কোনো সংঘাত ও বিরোধ তৈরি না করে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা দরকার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নিজস্ব রাজনৈতিক স্বার্থ এবং উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের উচিত একে অপরকে সম্মান করা এবং কোনো বাধা সৃষ্টি না করা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপে ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র জিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হতে চীনের প্রতি আহ্বান জানান।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin