• Homepage
  • >
  • সব খবর
  • >
  • নিউইয়র্কে ডেপুটি স্পিকারের নামাজে জানাযা অনুষ্ঠিত, মরদেহ দেশে পৌঁছবে সোমবার

নিউইয়র্কে ডেপুটি স্পিকারের নামাজে জানাযা অনুষ্ঠিত, মরদেহ দেশে পৌঁছবে সোমবার

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রথম নামাজে জানাযা ২৩ জুলাই শনিবার নিউইয়র্কের কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের আল-মামুর মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এদিন জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানায়ায় সর্বস্তরের প্রবাসীরা জানাযায় অংশ নেন।

স্থানীয় সময় ২২ জুলাই শুক্রবার বিকাল সাড়েটায় নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে ইন্তেকাল করেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (৭৬)। তিনি সারকোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস নিউইয়র্কে চিকিৎসাধীন ছিলেন।

২৩ জুলাই শনিবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মরদেহ বাংলাদেশে নিয়ে যাবার কথা রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ জুলাই সোমবার সকাল পৌনে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছবে। সকাল সাড়ে ১০ টায় জাতীয় ঈদগাহ মাঠে শ্রদ্ধা অনুষ্ঠান ও জানাজা হবে। সেখানে জানা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে গাইবান্ধায়। স্থানীয় পুনরায় নামাজে জানাজা শেষে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে ফজলে রাব্বী মিয়ার মরদেহ।

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) আল-মামুর মসজিদে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেন জেএমসির খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, জাতিসংঘে বাংলাদেশের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ডা. মনোয়ার হোসেন, ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম, জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ এম. রহমান তুহিন এবং জয়েন্ট সেক্রেটারি মো. ফখরুল ইসলাম দেলোয়ার।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin