নিউজিল্যান্ডের পার্লামেন্টে কুড়াল দিয়ে হামলা

ছবি: সংগৃহীত

কুড়াল দিয়ে হামলা চালিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টের দরজা ভেঙ্গে দিয়েছে এক দুর্বৃত্ত। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় দেশটিতে ঘটেছে এই ঘটনা।

দেশটির পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দরজা ভাঙলেও ভিতরে ঢোকার চেষ্টা করেননি। ঘটনার ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি থাকায় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না ওই সময়।

তবে ওই ব্যক্তি ঠিক কী কারণে এই হামলা চালিয়েছেন তা এখন পর্যন্ত জানা যায় নি। ৩১ বছর বয়সী ওই হামলাকারীকে বুধবার আদালতে তোলা হবে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ওই ব্যক্তির ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

এদিকে ঐ ঘটনার পর জোরদার করা হয়েছে পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা। দেশটিতে এ ধরনের হামলার ঘটনা বিরল।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin