ন্যান্সি পেলোসি মার্কিন প্রতিনিধি পরিষদে জয়ী

ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত
ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে প্রতিনিধি পরিষদে ডেমাক্রেটদের নেতৃত্ব লড়াইয়ে জিতে গেলেন ন্যান্সি পেলোসি। বুধবার স্পিকার হিসেবে আবারো তাকেই বেছে নেন ডেমাক্রেট আইনপ্রণেতারা। কোনো রকম বিরোধিতা ছাড়াই ভার্চুয়াল ভোটাভুটিতে তিনি মনোনিত হন।

এই জয়কে অত্যন্ত সম্মানজনক উল্লেখ করে কোভিড-১৯ সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন ন্যান্সি। জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশন শুরুর পর আনুষ্ঠানিকভাবে স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি হবে। ন্যান্সি জয়ী হবেন বলেই ব্যাপকভাবে আশা করা হচ্ছে।

এদিকে ‘নির্ভীক নেত্রী ’ পেলোসির মনোনয়নকে অভিনন্দন জানিয়েছে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দল।

উল্লেখ্য, ন্যান্সি প্যাট্রিসিয়া পেলোসি ১৯৪০ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে ৫২তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মার্কিন কংগ্রেসের ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি স্পিকার হওয়ার গৌরব অর্জন করেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin