• Homepage
  • >
  • খেলা
  • >
  • পর্দা নামলো ‘এনডিই নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২১’-এর

পর্দা নামলো ‘এনডিই নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২১’-এর

ছবি সংগৃহীত

আর্মি গল্ফ ক্লাবে চারদিন ব্যাপী অনুষ্ঠিত ‘এনডিই নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট- ২০২১’ সমাপ্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন— প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আশরাফ উদ্দিন সরকার, ডাইরেক্টর এন্ড সিইও, এনডিই গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অব.), ভাইস প্রেসিডেন্ট, আর্মি গলফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী অব., চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, কর্নেল মো. সাজ্জাদ হোসেন, গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব, কর্নেল এস এম শওকত আলী, অব., প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব, লে. কর্নেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো— ব্রিগেডিয়ার সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেন ।

উক্ত টুর্নামেন্টে শেখ হাসিবুল করিম অভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া, ভ্যাটারান উইনার হিসেবে গ্রুপ ক্যাপ্টেন এআইএম সাহানুল ইসলাম (অবঃ), সিনিয়র উইনার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মো. মোস্তফা আবেদিন (অব.), লেডি উইনার হিসেবে মিসেস সামিম আরা সাদেক এবং জুনিয়র উইনার হিসেবে মাস্টার সাবরুন আজাদ পুরস্কার প্রাপ্ত হন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin