• Homepage
  • >
  • খেলা
  • >
  • পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি খেলবেন না তামিম

পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি খেলবেন না তামিম

ছবি: সংগৃহীত

যদি কোনো অঘটন না ঘটে, তাহলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন প্রায় শেষের পথে। মঙ্গলবার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা। তারপরই দেশের বিমান ধরতে হবে। তবে দেশে ফিরলেও ক্রিকেটারদের খুব একটা বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। পাকিস্তান সিরিজের জন্য অনুশীলনে নেমে পড়তে হবে।

বিশ্বকাপে খেলছেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। অবশ্য দীর্ঘদিন ধরেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই। এবার জানালেন, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও এই ফরম্যাটটি খেলবেন না তিনি। তবে টেস্ট ম্যাচ খেলবেন। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তামিম।

চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে এই ব্যাটার। শিগগিরই অপেক্ষা ফুরাতে যাচ্ছে। পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য চলমান এনসিএলে (জাতীয় ক্রিকেট লিগ) কয়েকটি ম্যাচ খেলবেন। ক্রিকবাজকে তামিম জানান, ‘আগামী ৭ নভেম্বর থেকে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। তাই এনসিএল খেলার পরিকল্পনা।’

আঙুলের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি জানিয়ে তিনি বলেন, ‘তিন সপ্তাহের পুনর্বাসন শেষ করেছি। আরও এক সপ্তাহ বাকি। এর পরই ব্যাটিং শুরু করতে পারবো।’

বিশ্বকাপ শেষ করেই সরাসরি ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি। দিবারাত্রির এই ম্যাচগুলো ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে। এরপর ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪-৮ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলবে উভয় দল।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin