• Homepage
  • >
  • আন্তর্জাতিক
  • >
  • পাকিস্তানে কয়লা শ্রমিকদের মানবাধিকার নিয়ে উদ্বেগ এইচআরসিপি’র

পাকিস্তানে কয়লা শ্রমিকদের মানবাধিকার নিয়ে উদ্বেগ এইচআরসিপি’র

ছবি: সংগৃহীত

বেলুচিস্তানের কয়লা খনিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানিয়েছে পাকিস্তানের দ্য হিউম্যান রাইটস কমিশন (এইচআরসিপি)। শুক্রবার কোয়েটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রবীণ সদস্য হোসেন নকী বলেন, কয়লা খনি শ্রমিকরা মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে।

এসব জানিয়েছে পাকিস্তানের পত্রিকা ডন। প্রতিবেদনে বলা হয়, নকী উল্লেখ করেন, এ বছর খনি দুর্ঘটনায় অন্তত ১৭৬ খনি শ্রমিক নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন। পাকিস্তান সেন্ট্রাল মাইনস লেবার ফেডারেশনের তথ্য উদ্ধৃত করে একথা বলেন তিনি।

নকী আরও বলেন, মিশনের বিস্তৃত অনুসন্ধানগুলোতে পাওয়া গেছে, বেশিরভাগ কয়লা খনির কর্মচারীদের ওল্ড-এজ বেনিফিট ইনস্টিটিউশন বা অন্যান্য সামাজিক সুরক্ষা প্রোগ্রামে নিবন্ধন করা হয় না। 

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin