• Homepage
  • >
  • খেলা
  • >
  • পিএসজির ১০ নম্বর জার্সি পরার দিনটি ভুলে যেতে চাইবেন মেসি

পিএসজির ১০ নম্বর জার্সি পরার দিনটি ভুলে যেতে চাইবেন মেসি

ছবি: সংগৃহীত

পিএসজির হয়ে প্রথমবারের মতো ১০ নম্বর জার্সি পরেছিলেন লিওনেল মেসি। সেই অভিজ্ঞতা হয়তো ভুলেই যেতে চাইবেন তিনি। নিজে তো নিষ্প্রভ ছিলেনই দলগতভাবেও দিনটা ছিল হতাশার। টাইব্রেকারে নিসের কাছে ৬-৫ গোলে হেরে ফ্রেঞ্চ কাপের শেষ ১৬ রাউন্ড থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

লেন্দ্রো পারদেস ও জাভি সিমোনসের শট ঠেকিয়ে নিসের নায়ক বনে যান গোলরক্ষক মার্চিন বুল্কা।  মজার ব্যপার হলো মূলত তিনিই পিএসজির গোলরক্ষক। কিন্তু চলতি মৌসুমে তাকে নিসে ধারে খেলতে পাঠিয়েছে পিএসজি। সেই ২২ বছর বয়সী ঘরের ছেলের হাতেই বিদায় ঘন্টা বাজল তাদের।

নিজেদের মাঠে বেশির ভাগ সময় বলের দখল রাখলেও পিএসজি গোল মুখে শট নিয়েছে মাত্র ২টি। যার একটি মেসির। ৬টি ড্রিবলের মধ্যে চারটিতে সফল হলেও মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পরে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সাজানো আক্রমণে প্রভাবই ফেলতে পারেননি।

বিপরীতে পিএসজির গোলমুখে তিনটি শট নেয় নিস। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে সাত শটের মধ্যে ৬টিতেই গোলে পরিণত করে নিস। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মার্শেই।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin