• Homepage
  • >
  • বাংলাদেশ
  • >
  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্যারিসে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্যারিসে উৎসবের আমেজ

প্রধানন্ত্রী শেখ হাসিনা -ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ এবং অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে এখন যুক্তরাজ্যে অবস্হান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী ‘ইউনেসকো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেসকোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন।

৯ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। শেখ হাসিনা ওই দিন এলিসি প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাস্টেক্সের সঙ্গে সরকারি বাসভবন ম্যাটিগননে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর প্যারিস আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিসহ ফ্রান্সের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে দলীয় নেতা-কর্মীদের ছবি সম্বলিত শুভেচ্ছা পোষ্টারে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

প্রধানমন্ত্রী ইউনেসকো সদর দপ্তরে ‘ইউনেসকো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একই স্থানে ইউনেসকোর ৭৫তম বার্ষিকী অনুষ্ঠানেও যোগ দেবেন।ফ্রান্স আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য দফায় দফায় সভা করছে। প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম।

তিনি আরো জানান, মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনার সম্মান হুমকির মুখে ঠেলে দেয়ার মত কোন ধরনের অপতৎপরতাকে প্রশ্রয় দেয়া হবে না। সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রীর আগমনে বিরোধী দল বিএনপিকে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শন না করে দেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ জানান, ফ্রান্স আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত একাধিক প্রস্তুতি সভাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁকে বরণ করতে প্রস্তুত ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের সাফল্য কামনা করেন তিনি।

শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনায় ভার্চ্যুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর ঢাকার উদ্দেশে প্যারিস ত্যাগ করবেন এবং ১৪ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin