• Homepage
  • >
  • নিউইয়র্ক
  • >
  • বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সচেতনতা কার্যক্রম

বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সচেতনতা কার্যক্রম

ইমিগ্র্যান্ট এল্ডার হোমকেয়ারের সচেতনতা কার্যক্রম। ছবি: নিহার সিদ্দিকী।

নিহার সিদ্দিকী : করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে নিউইয়র্কের কুইন্সের বিভিন্ন এলাকায় হ্যান্ড গ্লাভস, ফেসমাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিশুদ্ধকরণ সামগ্রী এবং খাদ্য বিতরণ করেছে বাংলাদেশি মালিকানাধীন হোমকেয়ার প্রতিষ্ঠান ইমিগ্র্যান্ড এল্ডার হোমকেয়ার। বিপুলসংখ্যক পথচারি ও এলাকার বাসিন্দারা উপস্থিত হয়ে বিনামূল্যে এসব সামগ্রী গ্রহণ করেন।

নিউইয়র্কে করোনাভাইরাস আঘাত হানার পর বাংলাদেশি মালিকানাধীন বহু সেবামূলক প্রতিষ্ঠান সচেতনতা কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে গত ২৫ জুন শুক্রবার ইমিগ্র্যান্ড এল্ডার হোমকেয়ারের উদ্যোগে নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যাকসন হাইটস, লং আইল্যান্ড সিটি, এস্টোরিয়া ও জ্যামাইকায় হ্যান্ড গ্লাভস, ফেসমাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিশুদ্ধকরণ সামগ্রী এবং খাদ্য বিতরণ করা হয়। এসব সামগ্রী পেয়ে দারুণ খুশী এসব এলাকার বাসিন্দারা।

বাংলাদেশি আমেরিকান আমজাদ সরকার বলেন, ‘এসব সামগ্রী ব্যয়বহুল। দুর্মূল্যের বাজারে এসব বিনামূল্যে পেয়ে সত্যিই উপকৃত হয়েছি।’
ইমিগ্র্যান্ট এল্ডার হোমকেয়ারের এই কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানটির কর্ণধার গিয়াস আহমেদ, কমিউনিটি বোর্ড সদস্য শাহ নেওয়াজ, ডেমোক্রেট পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাড লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ১১৫ প্রিসিঙ্কটের কমান্ডার ক্যাপ্টেন জামিল আলতাহেরি প্রমুখ।

ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের বিশুদ্ধকরণ সামগ্রী গ্রহণ করছেন এলাকার বাসিন্দারা। ছবি: নিহার সিদ্দিকী।

ইমিগ্র্যান্ট এল্ডার হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এই কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin