• Homepage
  • >
  • সারাদেশ
  • >
  • বাবার রিকশার চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেলো মেয়ের

বাবার রিকশার চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেলো মেয়ের

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাবার রিকশায় করে যাওয়ার সময় ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে রত্না বেগম (২৩) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফুলবাড়ী-চিন্তামন সড়কের দক্ষিণ বাসুদেবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রত্না বেগম উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন গ্রামের মোস্তাক আহম্মেদের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, রত্না তার বাবা মঞ্জুর আলীর রিকশা ভ্যানে করে চিন্তামন থেকে ফুলবাড়ী শহরে যাচ্ছিলেন। রত্নার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গেলে তাকে মুমুর্ষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin