• Homepage
  • >
  • আন্তর্জাতিক
  • >
  • ব্রিটেনের ২০০ বছরের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক

ব্রিটেনের ২০০ বছরের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক

ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন ঋষি সুনাক। মাত্র ৪২ বছরের সুনাক হচ্ছেন ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী। এটি দেশটির ইতিহাসে এক রেকর্ড। ১৮১২ সালের পর থেকে সুনাক হচ্ছেন সবচেয়ে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, একই বয়সে রবার্ট ব্যাংক্স জেনকিনসন ১৮১২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে বসেন।

ঋষি সুনাক প্রথম ব্রিটিশ এশিয়ান হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন। লন্ডনের স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) বেলা ২টায় তাকে ক্ষমতাসীন টোরি পার্টিরত নেতা ঘোষণা করা হয়েছে। এর আগের দিন রোববার সন্ধ্যায় হঠাৎ করেই কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারায় ছিটকে গেছেন আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্টও। ফলে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে সুনাকের।

সুনাকের বাবা যশবীর ও মা ঊষা – দুজনেরই জন্ম ভারতের পাঞ্জাবে। ভালো কাজের সুযোগে ও পড়াশুনোর জন্য তারা বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তাদের সন্তান সুনাক আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফুলব্রাইট স্কলার হিসেবে এমবিএ-ও করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ব্রিটেনের চ্যান্সেলর অব এক্সচেকার (অর্থমন্ত্রী) হন।

সুনাকের আর একটা পরিচয়, তিনি ভারতের বিখ্যাত শিল্পপতি ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির জামাতা। নারায়ণমূর্তির কন্যা অক্ষতার সঙ্গে তার আলাপ স্ট্যানফোর্ডেই, পরে তারা দু’জনে বিয়ে করেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin