• Homepage
  • >
  • রাজনীতি
  • >
  • ভারতের সঙ্গে মৈত্রী বন্ধন আমাদের উন্নয়নে সহায়ক: তথ্যমন্ত্রী

ভারতের সঙ্গে মৈত্রী বন্ধন আমাদের উন্নয়নে সহায়ক: তথ্যমন্ত্রী

ভারতের সাথে মৈত্রী বন্ধনকে দেশের উন্নয়নে অত্যন্ত সহায়ক বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে এক সেমিনারে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ-ভারত মৈত্রী আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘ভারতের ২০ লাখ ভ্যাকসিন উপহার ভালোবাসা এবং বন্ধুত্বের অনন্য উদাহরণ। ভারতের সব মানুষ এখনো ভ্যাকসিন পায়নি, তার আগেই আমাদের দেশে এটি এসেছে, এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই।’

নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক শক্তি আছে যাদের রাজনৈতিক মূল এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা। প্রতিবেশী তিনদিকের সীমান্তের দেশের সাথে বৈরি সম্পর্ক রেখে এদেশের উন্নতি সম্ভব নয়। ভারত বিরোধিতাকেই যারা মূল প্রতিপাদ্য মনে করে রাজনীতিটা করে তারা আসলে ভুল পথে হাঁটছে। সৌহার্দ্যের মধ্যেই অগ্রগতি নিহিত।

ভারতের হাইকমিশনার দোরাইস্বামী তার বক্তৃতায় দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরো ঘনিষ্ঠতর হবে বলে আশা প্রকাশ করেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin