• Homepage
  • >
  • রাজধানী
  • >
  • ভিড় নেই মার্কেটে, অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা

ভিড় নেই মার্কেটে, অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা

-ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলে দিলেও লকডাউন শেষ না হওয়ায় ও গণপরিবহন বন্ধ থাকায় মার্কেটে ক্রেতাদের খুব একটা ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন, ১১দিন পর দোকান খুললেও মার্কেটে ক্রেতা শূন্য। তবে ভিন্ন চিত্র দেখা গেছে। ফুটপাতে দরদামে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

ধানমন্ডি হকার্স মার্কেটের মমতাজ তাঁত সেন্টারের ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ১১ দিন পর দোকান খুললাম। ক্রেতা নেই বললেই চলে। দুই একজন আসলেও আমরা এখনো কাপড় বিক্রি করতে পারিনি। আশা করি- সামনে বিক্রি বাড়বে।

একই মার্কেটের ময়রী দেশীয় শাড়ি সম্ভারে গেলে ক্রেতাদের ভিড় দেখা যায়। সেখানে দরদাম করে নিজেদের পোশাক কিনছেন কয়েকজন নারী। পরিবারের সদস্যদের নিয়ে আজিমপুর থেকে শাড়ি কিনতে আসেন লাবণী আক্তার। তিনি বলেন, করোনার জন্য বাইরে কম বের হই। আজকে মার্কেট খুলে দেওয়ায় কেনাকাটা করতে এসেছি। ছোট বোনের জন্য শাড়ি নিতে হবে। সামনে আরও ভিড় বাড়বে, তাই আগেই শপিংটা সেরে নিলাম।

রাজধানীর এলিফ্যান্ট রোডের জুতা ব্যবসায়ী আসলাম বলেন, সকাল থেকে এখনো জুতা বিক্রি করতে পারিনি। গাড়ি না চলায় ক্রেতারা আসতে পারছে না। আমরাও হেঁটে বাসা থেকে দোকানে এসেছি।

এদিকে ক্রেতাদের ভিড় নেই রাজধানীর চন্দ্রিমা মার্কেটে ও নূরজাহান মার্কেটে। তবে উল্টো চিত্র ছিল ফুটপাতে। সেখানে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে দরদাম করে বেচাকেনা করছেন। ভিড় ছিল চোখে পড়ার মতো।

নিউ মার্কেটের গেলে একই চিত্র দেখা যায়। মার্কেটের চিটাগাং ক্লথ হাউসের পরিচালক হিরো বলেন, মার্কেটে ক্রেতা নেই, বিক্রি হবে কীভাবে। আজ তো শূন্য হাতে বাসায় ফিরতে হবে মনে হচ্ছে। আমি সরকারকে আহ্বান জানাবো দ্রুত গণপরিবহন চালু করার । মুভমেন্ট পাস নিয়ে অনেকেই মার্কেটে আসতে চাই না।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin