• Homepage
  • >
  • সারাদেশ
  • >
  • ভেজাল গুড় তৈরির কারখানা সিলগালা ও জরিমানা

ভেজাল গুড় তৈরির কারখানা সিলগালা ও জরিমানা

ছবি: সংগৃহীত

সাভারে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে সাভারের নামাবাজারের রুপা এন্টারপ্রাইজ নামের কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ডালডা, গুড়ের নালি, আটা, গরুর চর্বি এবং কাপড়ের লাল রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরির প্রমাণ পায় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান জানান, নামাবাজারে ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গৌতম সাহা নামে এক ব্যক্তির মালিকানাধীন রুপা এন্টারপ্রাইজ নামে একটি কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গো-খাদ্যের জন্য গুড় তৈরি করার কথা থাকলেও এগুলো মানুষকে খাওয়ার জন্য তৈরির অভিযোগে জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin