মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৬ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পূর্ব উপকূলের রাজ্যগুলোতে ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যার দেখা দিয়েছে। এতে অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি প্রায় ৫০ হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

দেশটির বাসিন্দারা এই বন্যাকে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। দেশটির কর্তৃপক্ষ বলেছেন, শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলের ৪৭ হাজার লোকের বাড়ি ছাড়তে হয়েছে।

এছাড়া বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে।

ট্যাং কন লেং নামে ৫৯ বয়সী এক কোম্পানির কর্মী কাঁদতে কাঁদতে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি সর্বস্বান্ত। আমার ছাদ পর্যন্ত পানি উঠেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাহাং রাজ্য। এই রাজ্যের প্রায় ২৭ হাজার লোকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, উদ্ধার অভিযান তৎপরতা বাড়ানো হয়েছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin