• Homepage
  • >
  • জাতিসংঘ
  • >
  • মিয়ানমারের নেতাদের গ্রেফতারের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

মিয়ানমারের নেতাদের গ্রেফতারের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ তার দলের অন্য নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

মিয়ানমারের সবশেষ ঘটনাপ্রবাহের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টেফানি দুজারিক একটি বিবৃতিতে বলেন, নতুন পার্লামেন্ট শুরুর প্রাক্কালে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ত ও অন্য রাজনৈতিক নেতাদের আটক করার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে আরো বলা হয়, অর্থপূর্ণ সংলাপে বসতে হবে। সহিংসতা থেকে বিরত থাকতে হবে। মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে হবে।

সোমবার সকালে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin