মিয়ানমার সেনাবাহিনীর পত্রিকার পেজ মুছে দিলো ফেসবুক

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনা সরকার দ্বারা পরিচালিত ‘ট্রু নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের পেজ প্লাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সহিংসতায় প্ররোচনা অভিযোগে রবিবার এই পদক্ষেপ নেয় ফেসবুক।

এদিকে সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে মিয়ানমারে। রবিবারও হাজার হাজার মানুষ অং সান সু চির মুক্তি ও ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের তদন্তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইংসহ অন্যান্য সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে। এরপর সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তাদের অ্যাকাউন্ট ফেসবুক বাতিল করে দেয়। দেশটিতে ৫ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে ২ কোটি ২০ লাখ মানুষই ফেসবুক ব্যবহার করেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin