• Homepage
  • >
  • খেলা
  • >
  • মোহামেডানের নির্বাচনে আবাহনীর পরিচালক পাপন ভোটার

মোহামেডানের নির্বাচনে আবাহনীর পরিচালক পাপন ভোটার

  • by usbdjournal24
  • 3 Years ago
  • খেলা
  • 126
  • Comments Off
ছবি: সংগৃহীত

আগামী ৬ মার্চ মোহামেডানের বহুল প্রতীক্ষিত নির্বাচন। সোমবার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছেন অনেক নামিদামী তারকারা। ক্রিকেট তারকা সাকিব আল হাসানও আছেন ভোটার তালিকায়। ক্রিকেটার সাকিবের নাম দেখা গেছে ৩১০ নম্বরে। যারা সদস্য তাদের নামই ভোটার তালিকায় উঠেছে। সাকিব মোহামেডানের সদস্য।

লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার পর মোহামেডান ২১৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। এখানে যোগ হয় নতুন সদস্য ১২৯ জন। মারা গেছেন ১১ জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা ৩৩১ জন। নতুনরা ভোট দিতে পারবেন তবে নির্বাচন করতে পারবেন না। স্থায়ী সদস্যরাই ভোটার হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার রিয়াজুল কবির কাওছার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন।

তবে সবচেয়ে গরম খবর হচ্ছে মোহামেডানের নির্বাচনে ভোটার আবাহনীর পরিচালক এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু পাপনই নয় এই তালিকায় আছেন আবাহনীর আরেক কর্মকর্তা বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। এছাড়াও ভোটার তালিকায় রয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান। বিসিবির পরিচালক মাহবুব আনাম মোহামেডানের সদস্য তাই তিনিও ভোটার।

দু’বছর মেয়াদী পরিচালনা পর্ষদ ২০১৩ সালে মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। আগামী ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিক্রি হবে। ১-৩ মার্চ মনোনয়ন পত্র দাখিল এবং প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। একজন সভাপতি ও ১৬ জন পরিচালক পদে নির্বাচন হবে। ৫০ হাজার টাকা দিয়ে সভাপতি পদে এবং ১০ হাজার টাকা দিয়ে পরিচালক মনোনয়নপত্র কেনা যাবে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin