• Homepage
  • >
  • সব খবর
  • >
  • যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। এছাড়া নিহত অপর দুইজন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

অকল্যান্ড পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। পুলিশের ভাষ্যমতে, একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে হামলাকারী ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি করে। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

ওই স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চাইলে পরিবারের কাছে ফিরতে পারে। নিরাপত্তার স্বার্থে প্রদেশটির অন্য জেলার সব স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। যদিও আর কোনও ঝুঁকি নেই।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin