যুক্তরাষ্ট্রে ফের অশনি সংকেত, দৈনিক প্রাণহানি ঘটবে ৩ হাজার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিশ্বে এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দেশটির অবস্থান শীর্ষে। দেশটিতে বর্তমানে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ ভয়াবহ হবে, দৈনিক এই ভাইরাসে প্রাণ হারাতে পারে তিন হাজার মানুষ।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, বৃহস্পতিবার দেশটিতে করোনায় শনাক্ত হয়েছে ২ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ হাজার ৯০০ জনের বেশি।

এনিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন, আমরা যদি এখনে পদক্ষেপ না নিলে আমাদের হাসপাতাল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে। আমরা যদি এখনে কাজ না করি তাহলে বেশি মৃত্যু দেখতেই হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি সম্ভবত ‘যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়’ হতে পারে।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারির আগে এই ভাইরাসে আমেরিকানদের মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি যেতে পারে।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা করছেন, আগামী দুই মাসে করোনার প্রকোপ আরো ভয়াবহ হবে, এবং এতে দৈনিক মৃত্যু হতে পারে ৩ হাজার মানুষের। আল-জাজিরা

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin