রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি এন্টনি ব্লিনকেন এবং রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। ছবি: সংগৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি এন্টনি ব্লিনকেন। শুক্রবার (১ অক্টোবর) তিনি নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে এই বার্তা দেন।

ব্লিনকেন লিখেছেন, বাংলাদেশে রোহিঙ্গা মুসলিম নেতা মুহিবুল্লাহর হত্যায় আমরা গভীরভাবে বিচলিত। বিশ্বজুড়ে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকারের জন্য এক সাহসী ও ভয়হীন সমর্থক হিসেবে মুহিবুল্লাহকে স্মরণ করবে বিশ্ব।

এদিকে মুহিবুল্লাহ হত্যার জড়িত সন্দেহে সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজ অফিসে উপস্থিত অন্য রোহিঙ্গাদের সামনেই অস্ত্রধারীরা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার বিকেলে মুহিবুল্লাহকে দাফনের পর রাতেই তার ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে কক্সবাজারের উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin